• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সামরিক শক্তিতে উদীয়মান দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১২তম

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৩:৫০ এএম

সামরিক শক্তিতে উদীয়মান দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১২তম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

সামরিক শক্তিতে বিশ্বের উদীয়মান দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে। আর বৈশ্বিক সামরিক শক্তিতে ৪০তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের (জিএফপি) ২০২৩ মিলিটারি স্ট্রেনথ র‌্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে।

দেশগুলোর শক্তি বৃদ্ধির প্রবণতা ও স্থল, সমুদ্র ও আকাশে যুদ্ধ সক্ষমতার বিভিন্ন তথ্য-উপাত্তের নির্ভর করে তৈরি করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের (জিএফপি) চলতি বছরের সামরিক শক্তি সূচকটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম অবস্থানে রয়েছে। এই সূচকে গত বছরের মতো শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র।

জিএফপির পর্যালোচনায় ‘পাওয়ারস অন দ্য রাইজ’ তথা উদীয়মান দেশগুলোর তালিকায় ১২তম স্থানে রয়েছে বাংলাদেশ। জিএফপির ২০২৩ সালের বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় ‘পাওয়ারস অন দ্য রাইজ’ হিসেবে ৫৩টি দেশকে বেছে নেয়া হয়।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট ও সৈন্য সংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে।
‘২০২৩ মিলিটারি স্ট্রেনথ র‍্যাংকিং’ নামে প্রকাশিত এই সূচকে সামরিক শক্তিমত্তা বিচারে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের ৪০তম হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সামরিক শক্তিসূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৮। গত ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফপি।

এদিকে গত বছরের মতো এই সূচকে শীর্ষ স্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের পটভূমিতে ১৪৫টি দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ১৫তম স্থানে রয়েছে ইউক্রেন।

অপরদিকে জিএফপির সূচকে দ্বিতীয় সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে রাশিয়া। দেশটির স্কোর শূন্য দশমিক ০৭। আর সামরিক শীর্ষ ক্ষমতাধর দেশের এই সূচকে চীন রয়েছে তৃতীয় স্থানে। চীনের স্কোর শূন্য দশমিক ০৭।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশের এই তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত; দেশটির স্কোর শূন্য দশমিক ১০। পাকিস্তান রয়েছে ৭ম স্থানে; স্কোর শূন্য দশমিক ১৬। আর মিয়ানমার রয়েছে ৩৮তম স্থানে। দেশটির স্কোর শূন্য দশমিক ৫৭।
জিএফপির এই সূচকে ইরান ১৭তম, ইসরাইল ১৮তম, ভিয়েতনাম ১৯তম, সৌদি আরব ২২তম, তাইওয়ান ২৩, থাইল্যান্ড ২৪তম ও উত্তর কোরিয়া ৩৪তম সামরিক ক্ষমতাধর দেশের অবস্থানে রয়েছে। এই তালিকার একেবারে তলানিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। ১৪৫তম অবস্থানে থাকা দেশটির স্কোর ৬ দশমিক ২০।

 

সাজেদ/

আর্কাইভ