• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন বিয়ে আজ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৫:১৪ পিএম

বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন বিয়ে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইজতেমার দ্বিতীয় দিনে আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে ইজতেমা ময়দানে। ইজতেমার মূল বয়ান মঞ্চে বিয়ের বর এবং কনে পক্ষের উপস্থিতিতে এ বিয়ে পড়ানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিন থেকে। শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়ার সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।

শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা-বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজিতে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

লাইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা হাফেজ জুবায়ের অনুসারীদের  প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০শে জানুয়ারি।

 

 

 

এনএমএম/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ