• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৪:৫৫ পিএম

যাত্রাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ ব্রেক করা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান রহমান জানান, ভোরে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। দনিয়া কলেজের সামনের রাস্তায় ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছন থাকা অটোরিকশাটি সজোরে ট্রাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচের ফাঁকা অংশে ঢুকে পড়ে অটোরিকশাটি। এতে চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চালক মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুমন ও শাহ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মাছ ব্যবসায়ীদের বাড়ি মুন্সিগঞ্জে। ভোরে মাছ কেনার জন্য যাত্রাবাড়ী আড়তে আসছিলেন তারা। পলাশের বাড়ি শ্রীনগরে উড়পাড়া গ্রামে। তার বাবার নাম মজিবর শেখ। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

নিহত মমিন মিয়ার মামা ফারুক হোসেন জানান, মমিন পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দয়াকান্দা গ্রামে। বাবার নাম দানেশ মিয়া। দুই ছেলে ও স্ত্রীসহ পরিবার নিয়ে বর্তমানে থাকেন ফতুল্লা হোসাইনি নগর খিলমার্কেট। প্রায় প্রতিদিনই তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে যাত্রাবাড়ী মাছের আড়তে আসতেন।

 

 

এনএমএম/

 

আর্কাইভ