• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সুইজারল্যান্ড

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৫:৪৮ পিএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াও বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তার দেশ। সম্প্রতি সচিবালয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সুইস রাষ্ট্রদূত। সচিবালয়ে সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াও।

বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমাদের নানামুখী তৎপরতা চলছেই। এরই মধ্যে সুইস রাষ্ট্রদূতও তাদের সুরে সুর মেলালেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াওয়ের চাওয়ার সঙ্গে দ্বিমত নেই সরকারেরও এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানও।

নাতালী শুয়াও বলেন, কর্মজীবনের সুন্দর সময়গুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে কাটানো মুহূর্তগুলো। ঢাকায় কাটানো তিনটি বছরে বেশকিছু স্থানীয় সরকার নির্বাচন স্বচক্ষে পরিদর্শন করা হয়েছে। মানবাধিকার রক্ষায় সুইজারল্যান্ড সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, এটি সুইসদের ডিএনএতেই আছে। এমনকি সুইস সংবিধানেও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক অন্যন্য দলিল। বিশ্বজুড়ে সুইস রাষ্ট্রদূতরাও এই নীতিই অনুসরণ করেন। আমরা বাংলাদেশে এর প্রতিফলন দেখতে চাই।

এ সময় পরিকল্পনামন্ত্রী জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে চায় সরকারও। খুব দ্রুতই ইভিএম ক্রয়ের প্রকল্পটিও অনুমোদন দেয়া হবে। যত দ্রুত শিগগিরই এ প্রকল্পটিও অনুমোদন দেয়া হবে। নির্বাচনে কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আমার দল চায়, সরকারপ্রধান চান ফ্রি ফেয়ার এবং আমরা যা করেছি, আমাদের জানা মতে, সঠিকই করেছি।

আগামী ২০২৪ সালের শুরুতেই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সরকারে থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট আর বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের পাল্টাপাল্টি কথার লড়াই আর সভা-সমাবেশও চলছে বেশ কয়েক মাস ধরে। তবে এর মধ্যেই আলাদা করে নজর কাড়ছেন ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা। হঠাৎ জাতীয় নির্বাচন আর অভ্যন্তরীণ রাজনৈতিক নানা ইস্যুতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। এবার একই সুরে কথা বলেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াও।

 

 

এনএমএম

 

আর্কাইভ