• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কানের ব্যথার যন্ত্রনায় থাকতে পারছেন না, তাহলে জেনেনিন এর থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া পদ্ধতি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০১:৫৮ এএম

কানের ব্যথার যন্ত্রনায় থাকতে পারছেন না, তাহলে জেনেনিন এর থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক

যাদের ঠাণ্ডাকাতরতা আছে তাদের সমস্যা হয় আরো বেশি। এরকম সমস্যার মধ্যে একটি হচ্ছে কানে ব্যথায়। এই ব্যথায় খুব মারাত্মক হলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যা থেকে বাঁচা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক কান ব্যথার ঘরোয়া চিকিৎসা

>পিঁয়াজের রসের অনেক গুণ। এই রস শরীরের নানান সমস্যায় কাজে লাগে। কানে যন্ত্রণা হলে দিনে ২ থেকে ৩ ফোঁটা পিঁয়াজের রস কানে দিন। এবং দেওয়ার পর ৩ মিনিট বসে থাকুন। দেখবেন আরাম পাচ্ছেন।

>কানের সমস্যায় সরষের তেল দারুণ কাজ দেয় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এক্ষেত্রে কানে ব্যথা হলে সরষের তেল সামান্য গরম করে ১-২ ফোঁটা কানে ঢালুন। আরাম পাবেন।

>তুলসীপাতার রস মানবজীবনে আশীর্বাদ স্বরূপ। এই রস শরীরের নানান উপকার করে। এক্ষেত্রে তুলসীপাতা থেকে রস বের করে ১ থেকে ২ ফোঁটা কানে দিন। দেখবেন কানের ব্যথা কমেছে দ্রুত।

>প্রথমে লবন গরম করুন। এরপর সেই গরম লবন একটি কাপড়ের মধ্যে জড়িয়ে দিন। তারপর সেই কাপড় মুড়িয়ে কানে সেক দিন। দেখবেন সমস্যা কমেছে।

>পুদিনপাতা ভালো করে বেটে রস বের করুন। এরপর সেই রস কানে ১-২ ফোঁটা ঢেলে দিন। তারপর কিছুক্ষণ বসলেই মিলবে আরাম।

এই পদ্ধতিগুলি ব্যবহার করার পরও অনেকসময় কানের ব্যথা কমে না। তখন কিন্তু সতর্ক হতে হবে। তখন বুঝতে হবে অন্য কোনও জটিল সমস্যা কানে বাসা বেঁধেছে। সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসকের পরামর্শ নিন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ