• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মঙ্গলবার থেকে মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৩:৩৩ এএম

মঙ্গলবার থেকে মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ জানুয়ারি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি ১০ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলবে। ঢাকা মহানগরীসহ সারা দেশের সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা এ কার্যক্রম পরিচালনা করবেন।

টিসিবি আরও জানায়, পরিবার কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা। প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৬০ টাকায়। এ ছাড়া ৭০ টাকায় প্রতি কেজি মসুর ডাল বিক্রি করবে টিসিবি।

মাসজুড়ে দেশব্যাপী পরিবার কার্ডধারীরা টিসিবির স্থানীয় পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য কিনতে পারবেন।

 

এআরআই

আর্কাইভ