• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাকিস্তানি নায়িকার প্রেমে শাহরুখপুত্র!

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৭:৩২ পিএম

পাকিস্তানি নায়িকার প্রেমে শাহরুখপুত্র!

বিনোদন ডেস্ক

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেম করছেন শাহরুখের ছেলে! পাক অভিনেত্রী সাদিয়া খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। তারপর থেকেই শুরু হয়েছে চর্চা। আরিয়ান কি তাহলে পাক-সুন্দরীর প্রেমে পড়লেন?

যদিও দিন কয়েক আগে শোনা গিয়েছিল বলিউডের ‍‍`আইটেম গার্ল‍‍` নোরা ফতেহির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আরিয়ানের। তার মাঝেই সাদিয়ার সঙ্গে আরিয়ানের ছবি ছড়িয়ে পড়লো নেট দুনিয়ায়।

শাহরুখ খানের ছেলে আরিয়ানের কোলে বসা এক তরুণী ভাইরাল
এমনিতেই মেয়েদের বেশ জনপ্রিয়তা রয়েছে আরিয়ানের। বলিপাড়ার তারকাখচিত পার্টিতে প্রায় দেখা যায় শাহরুখ-পুত্রকে। তারার ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। নোরার সঙ্গে আরিয়ানের প্রেমের খবর চাউর হয়েছিল। একটি পার্টিতে এক ফ্রেমে বন্দি হন দু‍‍`জনে। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন। তার দিন কয়েকের মধ্যেই সাদিয়ার আগমন।

দুবাইতে বর্ষবরণের পার্টিতে সাদিয়ার সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন আরিয়ান। কালো বডিকন পোশাকে সাদিয়া, মেরুন টি শার্ট এবং সাদা জ্যাকেটে আরিয়ান। শাহরুখপুত্রের এই ছবি দেখে সামাজিক যোগাগোগ মাধ্যমে অনেকেই আরিয়ানকে খোঁচা দিয়ে জানতে চান নোরার কথা।

 

সাজেদ/

আর্কাইভ