• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৪:৪৮ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঝারি শৈত্যপ্রবাহ আর তীব্র ঠান্ডায় নাস্তানাবুদ হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। হিম বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

সমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।


জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ঢাকা থেকে আসা আবদুল খালেক জানান, ভোরে গাড়ি থেকে নেমেছি। হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গ্রামের বাড়িতে যেতে পারছি না। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে উষ্ণতা নিচ্ছি, তারপরও ঠান্ডা যাচ্ছে না।


শিক্ষার্থী রীথি জানান, এবার পঞ্চগড়ে ঘন কুয়াশা ও শীত বেড়েছে। রাস্তা দিয়ে যেতে খুব কষ্ট হয়।

শহরের রিকশাচালক হাসিবুল জানান, ভোরে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে রিকশা নিয়ে বের হয়েছি। কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না। হাত-পা ঠান্ডা হয়ে গেছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে।


পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

সাজেদ/

আর্কাইভ