প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৪:৪৮ পিএম
সমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা থেকে আসা আবদুল খালেক জানান, ভোরে গাড়ি থেকে নেমেছি। হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গ্রামের বাড়িতে যেতে পারছি না। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে উষ্ণতা নিচ্ছি, তারপরও ঠান্ডা যাচ্ছে না।
শিক্ষার্থী রীথি জানান, এবার পঞ্চগড়ে ঘন কুয়াশা ও শীত বেড়েছে। রাস্তা দিয়ে যেতে খুব কষ্ট হয়।
শহরের রিকশাচালক হাসিবুল জানান, ভোরে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে রিকশা নিয়ে বের হয়েছি। কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না। হাত-পা ঠান্ডা হয়ে গেছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
সাজেদ/