• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফারদিন হত্যা মামলার আসামী বুশরার জামিন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৭:৩৫ পিএম

ফারদিন হত্যা মামলার আসামী বুশরার জামিন

আদালত প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রধান আসামি আমাতুল্লাহ বুশরার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার(৮ জানুয়ারী) ঢাকার সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামিনের এ আদেশ দেন আদালত।

বুশরার জামিনের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার(৫ জানুয়ারী) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয়পক্ষের শুনানি শেষে ওইদিন জামিন না মঞ্জুর করে আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল।

 

 

এনএমএম/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ