প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০২:০৪ এএম
সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি । হাসপাতালের কমিউনিকেশন অফিসার ইহিতা হোসেন মিতা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিব উল্লাহ খান ৭০-এর দশকে তথ্যমন্ত্রী এবং ৮০-এর দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন তিনি।
তার স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইতে তিনি মারা যান। তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। তিনি বাবার মৃত্যুর খবরে দেশে রওয়ানা হয়েছেন।
এআরআই