• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্মার্ট বাংলাদেশের জনগোষ্ঠীও হবে স্মার্ট: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১০:৫৩ পিএম

স্মার্ট বাংলাদেশের জনগোষ্ঠীও হবে স্মার্ট: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে এবং এর জনগোষ্ঠীও হবে স্মার্ট।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে। এর জনগোষ্ঠীও হবে স্মার্ট।’ আমরা দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলার মানুষের উন্নয়নের জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ করবে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। যে কোনো সংকটেই আওয়ামী লীগ মানুষের পাশে আছে এবং থাকবে ।

এর আগে, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনের বছরে চ্যালেঞ্জ অনেক রয়েছে, তা মোকাবিলায় ক্ষমতাসীন দল প্রস্তুত। বিএনপি কেন তত্ত্বাবধায়কের মতো মৃত ইস্যুকে জীবিত করতে চায়, সে প্রশ্নও রাখেন ক্ষমতাসীন দলের সেকেন্ড ইন কমান্ড।

আসছে নির্বাচন সুষ্ঠু হবে আশ্বস্ত করে বিএনপিকে সহিংসতার পথ ছেড়ে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

দুপুর ১টার দিকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও শেখ সেলিম, উপদেষ্টা আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্তুজা প্রমুখ।

এরপর টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় দুদিনের সফরে গোপালগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় সড়কপথে তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

২২তম সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টুঙ্গিপাড়া সফর করছেন প্রধানমন্ত্রী।

 

 

এনএমএম/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ