প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৫:০৮ পিএম
ঢাকাসহ সারাদেশ তীব্র শীতে কাঁপছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে ১৬ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করছে। তবে ভোরে ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিলো। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত সারাদেশেসহ রাজধানী। এমন আবহাওয়া সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।
কদিন ধরেই দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে রাজধানী। এরপর ধীরে ধীরে কুয়াশা কেটে গেলেও হিমেল হাওয়া কনকনে ঠাণ্ডা বাতাসের জোর অব্যাহত থাকে। তবে শীতের তীব্রতায় বেশি ভোগান্তিতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আজ মৌসুমের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজধানীতে রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে আসা কুয়াশা ও শীতল বাতাসের প্রবাহের কারণে গত তিনদিন দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে।
আবহাওয়াবিদেরা বলছেন, আগামী দু’এক দিন শীতের তীব্রতা এমনই থাকতে পারে। প্রথমত, দেশে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াসের কম থাকছে। দ্বিতীয়ত, সাধারণত শীতকালে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকলে শীতল বাতাস বাধা পায়। চার দিন ধরে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমেছে। ফলে উত্তরাঞ্চল দিয়ে শুষ্ক ও শীতল বাতাসের প্রবাহ বেড়েছে। তৃতীয়ত, দেশের নদ-নদী ও গঙ্গা অববাহিকা দিয়ে আসা কুয়াশা মিলেমিশে একটি আস্তর তৈরি করেছে। যে কারণে সূর্যের আলো ভূমিতে প্রবেশ করতে পারছে না। এতে তাপমাত্রা বেশি না কমলেও শীতের অনুভূতি বেড়েছে। এ অবস্থা আরও কয়দিন অব্যাহত থাকতে পারে।
রাজধানীতে গত চার দিনে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আগামী দু’এক দিন এই শীতের অনুভূতি থাকতে পারে। দুই দিনের মধ্যে কুয়াশা কিছুটা কেটে যাবে।
আবহাওয়াবিদেরা জানান, শীতের এই সময়ে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। দিনে চার থেকে ছয় ঘণ্টা রোদ থাকায় ভূখণ্ড কিছুটা উত্তপ্ত হয়। এতে দিনের একটি বড় সময় শীতের অনুভূতি কম থাকে। শুক্রবার রাজধানীর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিলো আট ডিগ্রি, আর টাঙ্গাইলে ছয় ডিগ্রি সেলসিয়াসেরও কম। কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা কমপক্ষে টানা দুই দিন ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪-৬ হলে তা তীব্র এবং চারের নিচে হলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।
শনিবার সকাল ৯টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও সময় ধরে চলতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
কিউ/এনএমএম