• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মঞ্চ ভেঙে পড়লেন ওবায়দুল কাদের

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ১১:০৮ পিএম

মঞ্চ ভেঙে পড়লেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়েছে। মিলনমেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে। 

মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের নিয়ে মিলনমেলার আয়োজন করে সংগঠনটি,

এতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে ওবায়দুল কাদের অক্ষত রয়েছেন বলেও জানা গেছে, এদিকে ঘটনার কিছুক্ষণ পর দাঁড়িয়ে আবারও নিজের বক্তব্য চালিয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

সাজেদ/

আর্কাইভ