প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৬:২৬ পিএম
সারাদেশের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত রয়েছে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চল। ঢাকাতেও হিমেল হাওয়া এবং কুয়াশা বিরাজ করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। সেখানে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ডিগ্রী সেলসিয়াস। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল বাতাস আর আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে, তীব্র শীতে খেটে খাওয়া মানুষদের কাজের সন্ধানে অতিকষ্টে বাইরে বের হচ্ছেন। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বলেও তিনি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সূর্যের দেখা না মেলায় দিনে-রাতে শীত অনুভূত হচ্ছে। এখানে বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলে একদিনে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠাণ্ড বাতাসও।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টার দিকে তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এতে দেখা যায়, উপজেলায় তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কমেনি শীতের প্রকোপ।
এনএমএম/এএল