• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্তের বিষয়ে তদন্ত করবে দক্ষিণ সিটি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৫:৪৮ পিএম

গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্তের বিষয়ে তদন্ত করবে দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইন বিভাগের ৪৩৩ ও ৪৩৫ নম্বর কক্ষে রক্ষিত নথি, রেজিস্টার বই, মামলার প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ঘূর্ণিঝড় সিত্রাং- এর প্রভাবে সৃষ্ট বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত করবে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

এছাড়া এ বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করার জন্য একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।

সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, তিন সদস্যের এই কমিটিতে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক, সহকারী আইন কর্মকর্তাকে সদস্য সচিব এবং অঞ্চল ১ এর নির্বাহী প্রকৌশলীকে (পুর) কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির কার্যক্রম বিষয়ে ডিএসসিসি সূত্রে জানা গেছে, এই কমিটি ঘূর্ণিঝড় সিত্রাং- এর প্রভাবে সৃষ্ট বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত আইন বিভাগের নথি, রেজিস্টার বই, মামলার প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র বর্তমান অবস্থা উল্লেখ করে প্রয়োজনীয় তথ্য সম্বলিত পূর্ণাঙ্গ তালিকা ছকাকারে প্রণয়ন করতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী করণীয় বিষয়ে মতামত বা সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আর্কাইভ