প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:০৯ পিএম
আলোচনার আশ্বাসের পর ২ ঘণ্টা অনশন শেষে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এর আগে বিকেলে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ ৩ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন তারা।
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আসে শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় বিছানার চাদর বিছিয়ে অনশন শুরু করে তারা।
শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। মন্ত্রণালয়ের চিঠি সংশোধনেরও দাবি জানান তারা।
এর আগে রোববার থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ওই দিন রাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরই ধারাবাহিকতা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দাবি হলো সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে; যতদিন পর্যন্ত আবাসনের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়াসহ ৫ দফা দাবিতে সচিবালয় অবরোধ করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্তে কর্মসূচি স্থগিত করে তারা।