• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাইবান্ধা-৫ উপনির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১১:১৪ পিএম

গাইবান্ধা-৫ উপনির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবার কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়েছে। শৈত্যপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসি ক্যামেরার ব্যবহার অবশ্যই একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

এর আগে, সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গতবারের মতো এবারও ভোটকেন্দ্র পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসানো হয়েছিল।

 

এআরআই

আর্কাইভ