• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আগারগাঁও মেট্রোস্টেশনের নিচেই মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১০:৫১ পিএম

আগারগাঁও মেট্রোস্টেশনের নিচেই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে মো. শাহবুদ্দিন (৭০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) ১২টার দিকে মেট্রোরেল স্টেশনের পাশের রাস্তা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মানসুর আলী।

এসআই মানসুর আলী বলেন, রিকশাচালক শাহবুদ্দিন একটি ভাড়া নিয়ে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে আসেন। যাত্রী নামিয়ে তিনি স্টেশনের নিচেই বসে পড়েন। পরে ওই অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ শাহবুদ্দিনের ছেলে এনামুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবুদ্দিনের ছেলে এনামুল বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে রাজধানীতে রিকশা চালাতেন। কিন্তু আজ কি হয়েছে কিছুই বলতে পারছি না। থানা থেকে ফোন পেয়ে এখানে এসে বাবার মরদেহ দেখতে পাই। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বরগাও তাড়াইলে।

 

এনএমএম/

আর্কাইভ