• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৩:৩৫ এএম

রাজধানীতে শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যু

ইউনাইটেড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে অসুস্থ হয়ে শ্রীলঙ্কান এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম চামিরা ওয়ানিগাসিং( ৪৮)।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনসুর হোসেন মানিক জানান, তিনি শ্রীলঙ্কার নাগরিক। বাংলাদেশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে (MAINETTI) ডেপুটি জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বনানী বি-ব্লকের, ৪ নম্বর রোডের ৯৩ নম্বর বাসায় থাকতেন। দুপুরে তার পরিচিতরাই বাসা থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ