• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

স্বাগত ২০২৩

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৬:৩১ এএম

স্বাগত ২০২৩

মু আ কুদ্দুস

স্বাগত ২০২৩। শুরু হলো করোনা মুক্ত নতুন বছর। গত বছরের সব আবর্জনা ঝেড়ে ফেলে আলোকিত এক নতুন পৃথিবীর দিকে বাংলাদেশ।ফেলে আসা বছরে উদ্বোধন হয়েছে পদ্মা সেতু। বছরের শেষ মাসে চালু হয়েছে মেট্রোরেল। দ্বার খুলে দেয়া হয়েছে ১০০ সেতুর। যানবাহন চলতে শুরু করেছে ১০০ সড়কে। উন্নয়নের চাকা চলমান এখন।আশা আর স্বপ্ন ডানামেলে উড়ছে স্বপ্নের ঠিকানায়। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্ৰযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে । ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ এখন মহা সড়কে উঠেছে। প্রতিটি শহর-বন্দর এখন অত্যাধুনিক। গ্রামে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পর্যায়ক্রমে উন্নয়নের মহা কর্মযজ্ঞ শুরু হয়েছে চারদিকে। এখন আমাদের এগিয়ে যাওয়ার দিন। ২০২৩ সেই আশায় দেখাবে আমাদের। আশা রাখি, নতুন বছর নতুন দিগন্তের দ্বার খুলে দেবে। করোনা শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খুলে দেয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা উল্লাস আর আনন্দ নৃত্য করছে স্কুল মাঠে। তাদের হাতে এসেছে নতুন বইয়ের গন্ধ। নতুন কলকাকলিতে মুখরিত এখন গোটা বাংলাদেশ। চারিদিকে উন্নয়নের জোয়ারে ভাসছে সোনার বাংলা।
ন‍‍`মাসের যুদ্ধে আমরা পেয়েছি বাংলাদেশ। রক্তে আছে রুখে দাঁড়াবার শক্তি। আমরা সেই বীরের জাতি। পতিত জমি আবাদ করে এখন ফলছে সোনার ফসল। আমাদের আছে মাঠ ভরা ধান। আমাদের আছে নদী, খাল -বিলে মাছ। এখন স্বাধীন সঙ্গীত গেয়ে দলবেঁধে উড়ে দোয়েল, ঘুঘু- শ্যামা। একটুখানি ফিরে গেলেই দেখবো, ৫১ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে, হচ্ছে প্রতিদিন । উন্নয়নের চাকা চলমান থাকায় বাংলাদেশ হয়ে ওঠেছে তিলোত্তমা। একযুগ আগের বাংলাদেশ এখন সৌন্দর্যের লীলাভূমি।এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, আকাশপথে নতুন বিমানের বহর এবং মেট্রোরেলের যাত্রা সারাবিশ্বে কে নাড়া দিয়েছে। এছাড়াও নতুন শহর পূর্বাচল ১১১ তলা টাওয়ার, ৫২ ও ৭১ নামে দুটি টাওয়ার নির্মিত হচ্ছে। স্টেডিয়াম হবে বিশালাকার। বাংলাদেশের প্রতিটি জেলায় নির্মিত হয়েছে স্টেডিয়াম। সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়ায় ব্যাপক সাফল্য এসেছে। ক্রিকেট বাংলাদেশকে তুলে ধরেছে বিশ্বের কাছে অনন্য রূপে। এরমধ্যে মহিলা ফুটবল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট উত্তরোত্তর সাফল্য অর্জন করছে।সারাদেশে শুরু হয়েছে উন্নয়নের মহোৎসব।
এখন সন্ত্রাস নেই,সন্ত্রাসী নেই। এ কারণেই ২০২৩ হবে আশা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের বছর। আমাদের চেষ্টা এবং মেধায় ২০২৩ স্বর্ণযুগের দুয়ার খুলে দেবে, যা দিয়ে আমরা হবো বিশ্বের সেরা একটি দেশ। উন্নয়নশীল দেশের একটি। সেখান থেকে আমরা নতুন বাংলাদেশ গড়তে আরও একধাপ এগিয়ে যাবো।
নতুন বছরে আমরা রচনা করবো উন্নতশীল একটি দেশ -বাংলাদেশ। আজ ২০২২ তোমাকে বিদায়, স্বাগতম ২০২৩। নতুন বছরে নতুন আশা আর সম্ভবনা নিয়ে এগিয়ে যাক বাংলাদেশ। দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে দেশের মানুষ- এই প্রত্যাশা করে ‘সিটি নিউজ ঢাকা’।

 

কিউ/এনএমএম/এএল

  • বিষয়:
  • 2023
আর্কাইভ