• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় প্রেসক্লাব নির্বাচনের বিস্তারিত ফলাফল

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৪:৫৭ এএম

জাতীয় প্রেসক্লাব নির্বাচনের বিস্তারিত ফলাফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৩-২৪ এর ভোট শেষ হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১০২।

এবারে প্রেসক্লাব নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত জয়লাভ করেছেন। এই প্যানেলটি সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যাক্ষ সহ ৭ টি সম্পাদকীয় পদের মধ্যে ৬টি এবং ১০ টি সদস্য পদের মধ্যে ৩ টি সহ ৯ টি পদে জয়লাভ করেছে।  বিএনপি সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ সভাপতি ও সদস্য পদে ৬টি সহ ৭ টি পদ পেয়েছে।   

 

বিস্তারিত ফলাফলঃ

সভাপতি পদে ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তার প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি কার্তিক চ্যাটার্জী পেয়েছেন ৪০৪ ভোট। সহ-সভাপতি পদে রেজওয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৫৪০ ভোটে পেয়ে আইয়ুব ভূঁইয়া এবং আশরাফ আলী ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি ইলিয়াস হোসেন পেয়েছেন ৪৩১ এবং সাইদুল হোসেন সাহেদ পেয়েছেন ২৬৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি শাহনেওয়াজ দুলাল ২১৮ ভোট, মোহাম্মদ হাসান শরীফ ১৮১ ভোট পেয়েছেন। সদস্য পদে ফরিদ হোসেন ৪৯৫, কাজী রওনাক হোসেন ৪২২, সাহানাজ সিদ্দিকীর সোমা ৩৯০, কল্যাণ সাহা ৩৮২, শাহানাজ বেগম পলি ৩৬০, সৈয়দ আবদাল আহমেদ ৩৪৭, জুলহাস আলম ৩৪৫, বক্তিয়ার রানা ৩৩০, মোঃ মমিন হোসেন ৩৩০, সীমান্ত খোকন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে আজমল হক হেলাল ২৭১, আনিসুর রহমান খান ২৪৭, ইব্রাহিম খলিল খোকন ২১২, কামরুল ইসলাম দর্পণ ২২৯, তাহমিনা আক্তার ১৬৫, নজরুল কবির ২৭৪, নিজামুল হক বিপুল ২৭৪, পান্থ রহমান ২৬৭, ভানু রঞ্জন চক্রবর্তী ২৬২, মাইনুল হক ভূঁইয়া ১০৭, মিজান মালিক ২৮৬, মোঃ জামাল উদ্দিন ৭৯, মোঃ রেজাউল করিম ৯৫, রহমান মুস্তাফিজ ২৫৭, শামসুদ্দিন আহমেদ ২৫১, শামসুল হক দুররানী ২৫৫, শাহিনুল ইসলাম চৌধুরী ১৩৫, সলিমুল্লাহ সেলিম ২২৫, শাহাদৎ রানা ১৯৩, সেলিনা সুলতানা শিউলি ২৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

 

 আব্দুল বারী/এনএমএম

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ