• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় আটকে আছে ৫ শতাধিক যানবাহন

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৪:৩৫ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়ায় আটকে আছে ৫ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

এদিকে এতে যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া নৌরুটে ও মাঝ পদ্মায় আটকা পড়েছে পাঁচটি ফেরি। আর ফেরি পারের অপেক্ষায় উভয়পাড়ে রয়েছে ছোট-বড় ৫ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসাধারণ।

ঘাট সূত্র জানায়, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৮টার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১টা দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুঘর্টনা এড়াতে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ।

 

এনএমএম/এএল

আর্কাইভ