• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

উত্তরখানে অগ্নিদগ্ধ তিন নারী

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৪:২০ পিএম

উত্তরখানে অগ্নিদগ্ধ তিন নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরখানের একটি বাসায় একই পরিবারের তিন নারী সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ তিনজন হলেন- ডালিয়া রহমান (৩৫), তাঁর মা আলেয়া বেগম (৫৫) এবং ডালিয়ার ভাইয়ের মেয়ে লাইজু (৩০)। তাঁদের মধ্যে আলেয়া বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব খান বলেছেন, রাজাবাড়ী এতিমখানার পাশে ‌ড্রিম প্যালেসের আটতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন ডালিয়ার পরিবার। গতকাল রাতে যখন গ্যাসের চুলা জ্বালানো হয়, তখন রান্নাঘরের ভেতরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস নিঃসরিত হয়ে বদ্ধ রান্নাঘরে গ্যাস জমে ছিল। পানি গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

 

 

 

এনএমএম/এএল

আর্কাইভ