• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ চলছে

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৯:০৬ পিএম

মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর জামায়াত গণমিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ শুরু হয়।

মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মহানগর রামনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি শাহেন শাহ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সঙ্গে মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু তারা জামায়াত-শিবির কিনা নিশ্চিত হওয়া যায়নি। তারা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপরে আক্রমণ করে এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যারা সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিলে বের হওয়ার অনুমতি দেয়া হয়নি। রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। 

 

 

এআরআই/ এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ