• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শীতে কাবু রাজধানীবাসী

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৫:৫৯ পিএম

শীতে কাবু রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতের তীব্রতা বাড়ছে ঢাকায়। একইসঙ্গে কুয়াশায় ঢাকা পড়ছে ব্যস্ততম সড়কগুলো। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। সকাল ১০টার দিকেও  মেলেনি সূর্যের দেখা। বিভিন্ন সড়ক ঘুরে ভোরের দিকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

উল্লেখ্য, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে এবং তা অব্যাহত থকতে পারে।

 

 

এনএমএম/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ