• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অবসরে গেলেন একসঙ্গে চার সচিব

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৩:৩১ এএম

অবসরে গেলেন একসঙ্গে চার সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের শেষ কর্মদিবসে একসঙ্গে সরকারের চার সচিব অবসরে গেলেন। তারা বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শেষ কর্মদিবসে অফিস করেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৩ সচিবের অবসরের ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আরেক সচিবের অবসরের প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) অবসরে যাচ্ছেন সরকারের চার সচিব। ৩০ ডিসেম্বর (শুক্রবার) সাপ্তাহিক বন্ধ থাকায় তাদের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার।


এর মধ্যে পরিকল্পনা বিভাগের সচিব মামুন-আল-রশিদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাসকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বৃহস্পতিবার। এবং কৃষি মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব সাইদুল ইসলামের অবসরের প্রজ্ঞাপন জারি হয় মঙ্গলবার।

সচিবালয়ে প্রবেশে ফি নির্ধারণের প্রস্তাব

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হলো। তাদের অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ০১-০১-২০২৩ থেকে ৩১-১২-২০২৩ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি. আর. এল.) মঞ্জুর করা হলো। তারা বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ