• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমরা বীরের জাতি, চোরের জাতি নই : ওবায়দুল কাদের

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৯:৫০ পিএম

আমরা বীরের জাতি, চোরের জাতি নই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি বলতে চাই আমরা বীরের জাতি, আমরা চোরের জাতি নই। শত সেতু একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও? গুগলেও নেই। শত রাস্তা, শত সড়ক একদিনে উদ্বোধন কোথাও নেই।’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম মেট্রোরেলের একাংশের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘মেট্রোরেল ঢাকায় প্রথম, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল প্রথম। ঢাকা থেকে গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট এটাও প্রথম। ইনশাআল্লাহ্‌ আগামী বছর উদ্বোধন হবে। এই সবই শেখ হাসিনা করেছে। শতভাগ বিদ্যুৎ এখন সব জায়গায়। এই যে এত বড় বিশ্বকাপ হয়ে গেল, কোথাও কোনো লোডশেডিং হয়েছে? কেউ বলতে পারবেন? যে দিকেই যাই সমতলে, পাহাড়ে শুধু রাস্তা আর রাস্তা। সীমান্ত সড়কও বাংলাদেশে হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘শেখের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বেটি বিশ্ব ব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, নিজের টাকায় কীভাবে দেশের উন্নয়ন করতে হয়। আমরাও পারি। ইয়েস, উই ক্যান।’

এদিন বেলা ১১টার দিকে রাজধানীর দিয়াবাড়ী থেকে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ আগে মেট্রোরেলের ফলক উন্মোচন করেন তিনি

 

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ