• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিটি ব্যংকের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:৪১ এএম

সিটি ব্যংকের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সিটি ব্যংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

আজিজ আল কায়সার সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে তিনবার ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৭ সালে প্রথমবার এবং ২০১৮ সালে দ্বিতীয়বার সিটি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন।

আজিজ আল কায়সারের ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহুমাত্রিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত আছেন।

এছাড়া তিনি মালয়েশিয়ায় সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির মালয়েশিয়াজুড়ে বর্তমান শাখার সংখ্যা ১২।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ