• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীকে স্পিকারের শুভেচ্ছা

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:৪৯ এএম

প্রধানমন্ত্রীকে স্পিকারের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে স্পিকারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দেন স্পিকার। এ সময় চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরাও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

আবারও আ.লীগের সভাপতি হওয়ায় শেখ হাসিনাকে স্পিকারের শুভেচ্ছা

গত শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।

এছাড়া জাতীয় এ সম্মেলনের মধ্যদিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাড. কামরুল ইসলাম এমপি ও সিমিন হোসেন রিমি।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি রয়েছেন। পাশাপাশি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এইচ এন আশিকুর রহমান এমপি।

 

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ