• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কদমতলী থেকে মা-বাবা এবং মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০১:৪৩ পিএম

কদমতলী থেকে মা-বাবা এবং মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে মা, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সকালে ওই বাসা থেকে লাশগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও এই দম্পতির মেয়ে জান্নাতুল (২০)। এ ঘটনায় মারা যাওয়া দম্পতির আরেক মেয়ে মেহজাবিনকে আটক করা হয়েছে।

মুরাদনগর এলাকার একটি বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন মাসুদ রানা। তাদের সঙ্গে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলামও থাকতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে মেহজাবিন তার বাবা-মা, বোন ও নিজের স্বামীকে বিষপান করিয়েছে। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে কদমতলী থানার ওসি মীর জামাল উদ্দিন বলেন, শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে।

মামুন/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ