প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০২:৩৯ এএম
চীন থেকে বাংলাদেশে আসা চার নাগরিকের প্রাথমিকভাবে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষা করতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম বলেন, ‘আনুমানিক বিকেল ৩টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ চারজনের শরীরে করোনা শনাক্তের বিষয় নিশ্চিত হয়। আমরা তাদের নমুনা পরীক্ষা করতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছি।’
করোনাভাইরাস নিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী সচেতনভাবে কাজ করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী গত সপ্তাহ ও তার আগের সপ্তাহ থেকে আমরা এ ব্যাপারে কাজ করছিলাম। এছাড়া অন্যসব দেশ থেকে যারা বাংলাদেশে ফিরছে, তাদের ওপরও পর্যবেক্ষণ বাড়িয়েছি আমরা।’
ওখানে পরীক্ষা করে চারজনকে পেয়েছি। তাদের এখন পিসিআর পরীক্ষা করার পরে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেয়া হবে বলেও জানান বিমানবন্দরের এই নির্বাহী পরিচালক।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন, চীনে বিএফ-৫ এর নতুন ধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি ওমিক্রনের থেকে শক্তিশালী। ভারতেও শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন।
তিনি বলেন, ‘দেশের সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজনদের আইসোলেশনে নেয়া হচ্ছে। আর যারা আক্রান্ত তাদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে বিএফ-৭ করোনা রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।’
এআরআই