• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টানা তিন দিনের ছুটিতে পদ্মা সেতু ঘিরে তিন কিলোমিটার যানজট

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৮:৫৩ পিএম

টানা তিন দিনের ছুটিতে পদ্মা সেতু ঘিরে তিন কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাপ্তাহিক ছুটি ও বড়দিনের ছুটিসহ তিন দিনের ছুটির কারণে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া পদ্মা সেতুর ৬টি টোলপ্লাজার মধ্যে ২টি সংস্কারের জন্য বন্ধ রয়েছে। বর্তমানে ৪টি টোলপ্লাজা দিয়ে টোল নেয়া হচ্ছে। তাই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এসব তথ্য দিয়ে পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন টানা ছুটিতে পদ্মা সেতু এলাকায় ঈদের ছুটির মতো ভিড় পড়েছে। এ ছাড়া স্কুল-কলেজ বন্ধ থাকায় পর্যটকরাও পদ্মা সেতু হয়ে কুয়াকাটাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটন এলাকায় যাচ্ছেন। তাই এখানে চাপ পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে এসেছে।

তিনি আরও বলেন, ‘পুলিশ সকাল থেকে সেতু এলাকায় অবস্থান করছে। কোনো রকম ঝামেলা ছাড়াই সুশৃঙ্খলভাবে আমরা গাড়ি পার করছি।’

 

সজিব/এএল

আর্কাইভ