• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদত্যাগ করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৭:২৭ পিএম

পদত্যাগ করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। এর মধ্যদিয়ে বিএনপির দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।

এ বিষয়ে হারুন বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ৬ জন সদস্য। সে দিন বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার। তাই বৃহস্পতিবার সকালে সশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

এনএমএম/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ