• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিক্ষামন্ত্রীর আশ্বাসে সড়ক ছাড়লেন এনটিআরসিএ সনদধারী চাকরি প্রত্যাশীরা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ১২:০৩ এএম

শিক্ষামন্ত্রীর আশ্বাসে সড়ক ছাড়লেন এনটিআরসিএ সনদধারী চাকরি প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসের পর সড়ক ছেড়ে দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদধারী চাকরিপ্রত্যাশীরা । বুধবার (২১ ডিসেম্বর) বেলা ৪টার দিকে তারা সড়ক থেকে উঠে গেলে রাজধানীর শাহবাগ থেকে মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সনদধারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিত সনদধারীরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে প্রায় ৪ ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়। যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীদের মধ্যে একজন আমির হোসেন, জি এম ইয়াসিন ও ওমর ফারুক শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য বুধবার বিকাল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, আমরা চাকরিপ্রত্যাশীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের পক্ষ থেকে তিন জন শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে গিয়েছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ