• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৮:৫৪ পিএম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় তানভীর সাজ্জাদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর বলাকা ভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, রাতে বিমানবন্দর সড়কে বলাকা ভবনের পাশে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যারা ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদেরকে পাওয়া যায়নি। ওই যুবকের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে। আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

এনএমএম/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ