• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৭ টনের বেশি যানবাহন পদ্মা সেতুতে চলবে না

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৭:১৮ পিএম

২৭ টনের বেশি যানবাহন পদ্মা সেতুতে চলবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারী ২০২৩ থেকে পদ্মা সেতুতে চলবে না ২৭ টনের বেশি যানবাহন। দু‍‍`প্রান্তেই শেষ হয়েছে ইলেকট্রিক সেন্সর নিয়ন্ত্রিত ওজন পরিমাপের ওয়েস্কেল বসানোর কাজ। এই পদ্ধতিতে গাড়ি না দাড়িয়েই পরিমাপ হবে ওজন। পদ্মা সেতুতে চলার নিয়ম কানুন অনেকেই মানে না, তাই নিয়ম-কানুন মানাতেই এবার ৩টি আলাদা লেনে বসানো হয়েছে ডিজিটাল ওয়েস্কেল। ইলেকট্রিক সেন্সর নিয়ন্ত্রিত লেনের নির্মাণ শেষে চলছে পরীক্ষা-নিরীক্ষা। যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণে বসানো হয়েছে অত্যাধুনিক মোশন ক্যামেরা। সিগনাল বাতি, ডিজিটাল ডিসপ্লে, ডিভাইডার সাইন বসানোর কাজও শেষ।

পদ্মাসেতুর শ্রমিকরা জানায়, গাড়ি ঢোকার এবং বের হওয়ার রাস্তা তৈরির কাজ প্রায় শেষ। ওজন মাপার মেশিনও বসিয়েছি। ২৭ টন পর্যন্তু ওজনের যানবাহন টোল পরিশোধ করে গ্রিন জোন দিয়ে পার হবে পদ্মা সেতু। এর বেশি হলে রেড জোন দিয়ে যেতে হবে স্টকইয়ার্ডে। তারপর ৭২ ঘণ্টার মধ্যে সরাতে হবে বাড়তি ওজনের পণ্য।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, ওয়েস্কেল বসানোর কাজ শেষ। ভালোমতো মনিটরিং শেষে আগামী জানুয়ারিতে চালু হবে এটি।

উল্লেখ্য, ৬৯২ কোটি টাকা ব্যয়ে ওয়েস্কেল বসানোর কাজ করছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেসওয়ে।

 

এনএমএম/

আর্কাইভ