• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: স্পিকার

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৩:৫০ এএম

বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘কিশোরীরা তাদের উল্লেখযোগ্য সময় বিদ্যালয়গুলোতে অতিবাহিত করে। তাই কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ের অনুশাসন, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।’ 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, গাজীপুর জেলার কালীগঞ্জের উলুখোলা রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিএপিপিডি’ স্থানীয় পর্যায়ের এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. মো. আব্দুস শহীদ এমপি, হাবিবে মিল্লাত এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আদিবা আনজুম মিতা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম। এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংসদ সচিবালয় ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

 

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ