• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিজিবি দিবসে পিলখানায় উপস্থিত হলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৫:০৮ পিএম

বিজিবি দিবসে পিলখানায় উপস্থিত হলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের অনুষ্ঠানের কর্মসূচী হিসেবে পিলখানায় বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিজিবির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে কুচকাওয়াজ ও প্যারেডের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে। বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরবর্তীতে বিজিবি সদস্যদের বিশেষ দরবার নিবেন।

পিলখানা ছাড়াও বিজিবি দিবস উদযাপন উপলক্ষে ঢাকার বাইরে বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

এনএমএম/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ