• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, দূতাবাস খোলার আশাবাদ

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৫:২৩ এএম

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, দূতাবাস খোলার আশাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটবল বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ অভিনন্দন জানান।

আগামীতে উভয় দেশ কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী বলেন, ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এ আর্জেন্টিনা ফুটবল দলের বর্ণাঢ্য জয় উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। এই অভিনন্দন জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

‘আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, ফুটবলের প্রতি অনুরাগ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল আমাদের দু’দেশের জনগণের মধ্যে গভীরভাবে সংযোগ স্থাপন করেছে। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপ জয়ে স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও 

শেখ হাসিনা বলেন, ফুটবলের মাধ্যমে দুই দেশের জনগণের নজিরবিহীন মমত্ববোধ গড়ে উঠেছে।

প্রসঙ্গত, রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে (৪-২) গোলে ফ্রান্সের বিপক্ষে জয় লাভ করে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা।

 

সাজেদ/এএল

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ