• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
তৃণমূল বিএনপির নিবন্ধন

আদালতের নির্দেশ হাতে পেলে সিদ্ধান্ত: ইসি আলমগীর

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১০:০৫ পিএম

আদালতের নির্দেশ হাতে পেলে সিদ্ধান্ত: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, আদালতের রায় হাতে পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আমরা রিভিউ আবেদন দেখতে পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।’

রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন ২০১৮ সালের ১৪ জুন প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের ৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা রোববার (১৮ ডিসেম্বর) খারিজ হয়।

 

এআরআই/ এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ