• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া হচ্ছে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:৫৬ পিএম

ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া হচ্ছে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া আর সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর খামাবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমাদের অর্থ ছিল আমারা ভর্তুকি দিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেয়া হয়েছে। সেই ভর্তুক্তির টাকা এখন আপনাদের দিতে হবে।’

এ সময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘সরকার উৎখাত এত সহজ না। আমার এরশাদের পতন ঘটিয়েছি এবং ইয়াহিয়া খানকে উৎখাত করেছি। সুতরাং আওয়ামী লীগ পারে।’

 

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ