প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৬:৫৫ পিএম
বিএনপি এমপিদের ছেড়ে দেয়া শূন্য পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার (১৮ ডিসেম্বর) কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, এসব আসনের মনোনয়ন দাখিল আগামী বছরের ৫ জানুয়ারি, যাচাই-বাছাই ৮ জানুয়ারি। এ ছাড়া মনোনয়নের প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছিলেন, ভোটগ্রহণ হবে ইভিএমে। সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে।
তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
সজিব/এএল