• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুতে ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৫:১৮ পিএম

বঙ্গবন্ধু সেতুতে ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সকাল ৮টার দিকে টোল আদায় শুরু হলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। দীর্ঘ সময় টোল আদায় বন্ধ থাকায় যানজটের কবলে পড়তে হয়েছে মহাসড়কে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীদের।

সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রোববার ভোর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হয়ে যায়। তাই সেতুতে দুর্ঘটনা এড়াতেই মূলত টোল আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ।

নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। কাজেই সেতুতে দুর্ঘটনা এড়াতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সকাল ৮টা থেকে টোল আদায় শুরু হয়েছে। এই সতর্কতা অবলম্বন করায় সেতু এলাকার কোথায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হ‌য়। পুলিশ সদস্যদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

এনএমএম/এএল

আর্কাইভ