• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ২

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৭:৩১ পিএম

মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় একটি টিনশেড বাসায় এসি বিস্ফোরণে হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪) নামে দুইজন দগ্ধ হয়েছেন।

হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, অনেকদিন ধরে টিনসেড বাড়িটিতে বসবাস করছিলাম। হাজেরা বেগম আমার স্ত্রী। আরিয়ান আমাদের বাড়িতে ভাড়া থাকে ও গৃহকর্মীর কাজ করে। রাতে আমি অন্য বাড়িতে ছিলাম। ভোরবেলায় শুনতে পাই, বাড়িতে বিস্ফোরণে আমার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই ।
প্রাথমিকভবে ধারণা করা হচ্ছে এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এ বিস্ফোরণ হতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ