• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ১২:৪১ এএম

যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।  আগের কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীকে করা হয়েছে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি হয়েছেন সাধারণ সম্পাদক।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আরও পড়ুন: ‘দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে’

২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সংগঠনের শীর্ষ দুই পদে কারা আসছেন তা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা ছিল।

২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালে সাবেক ছাত্রলীগ নেত্রীদের নিয়ে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বর্তমান সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক ছিলেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল যুগ্ম আহ্বায়ক ছিলেন। যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। ওই সম্মেলনেও নাজমা আক্তার ও অপু উকিল পুনর্নির্বাচিত হন। অর্থাৎ পথচলার শুরু থেকে এখন পর্যন্ত যুব মহিলা লীগের নেতৃত্ব ছিল নাজমা-অপুর হাতে।

এসএ/

আর্কাইভ