• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে ২০ ডিসেম্বর থেকে

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৬:০৮ পিএম

করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে ২০ ডিসেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ ডিসেম্বর  থেকে সারাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। সারাদেশের সিটি করপোরেশন, জেলা-উপজেলা, পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

তৃতীয় ডোজ টিকা নেয়ার পর ৪ মাস হয়েছে এমন ষাটোর্ধ্ব, গর্ভবতী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং সম্মুখ সারির যোদ্ধারা পাবেন ৪র্থ ডোজের টিকা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, লক্ষ্যমাত্রা মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালে দেশে শুরু হয় করোনা টিকা দেয়ার কার্যক্রম।

করোনা ভাইরাস ভ্যাকসিন: টিকা নিয়ে সংশয়ের জবাবে যা বলছে বাংলাদেশের সরকার -  BBC News বাংলা


নভেম্বরের শেষে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নাগরিক ও গর্ভবতীদের করোনার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। করিগরি কমিটির সদস্য ড. বে-নজীর আহমেদ তখন জানিয়েছিলেন, ভাইরাসের অতিসংক্রামক ধরন আর ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

সজিব/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ