• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নর্থ সাউথের সাবেক ট্রাস্টি শাজাহানের জামিন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৬:০২ পিএম

নর্থ সাউথের সাবেক ট্রাস্টি শাজাহানের জামিন

আদালত প্রতিবেদক

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মো. শাহজাহানকে ৩০৪ কোটি টাকা আত্মসাতের মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৪ ডিসেম্বর) শাহজাহানের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শর্ত অনুযায়ী, শাহজাহান এনএসইউ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না এবং সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‍‍‘হাইকোর্টের জামিন আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে ওয়াচডগ। শাহজাহানের বার্ধক্য ও শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্ট জামিন দিয়েছেন।‍‍’

জামিন আবেদনের শুনানিকালে শাহজাহানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

 

 

এনএমএম

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ