• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঘন কুয়াশায় পদ্মায় আটকা পরেছে ৫ ফেরি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৩:৩৪ পিএম

ঘন কুয়াশায় পদ্মায় আটকা পরেছে ৫ ফেরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মার মাঝখানে ৮০টি যানবাহন নিয়ে ছোট-বড় পাঁচটি ফেরি আটকা পড়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

 ঘাট কর্তৃপক্ষ থেকে জানা যায়, এই নৌ-রুটে রাত ২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে নৌরুটের  চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। যার ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ গাইবান্ধায় বাস চাপায় নিহত ৩

 এদিকে ৮০টি ছোট-বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে হাসনা-হেনা, পরাণ, এনায়েতপুরী, রজনীগন্ধা, ফরিদপুরী নামের পাঁচটি ফেরি। এতে উভয় ঘাট এলাকায় আটকে পড়েছে ছোট-বড় তিন শাতাধিক যানবাহন। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীসংখ্যা ঘাট এলাকায় বাড়ছে।

 

এনএমএম/এএল

আর্কাইভ