• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পরিচয় মিলেছে আদনানের সঙ্গে নিখোঁজ তিনজনের

প্রকাশিত: জুন ১৭, ২০২১, ১১:৪৬ পিএম

পরিচয় মিলেছে আদনানের সঙ্গে নিখোঁজ তিনজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি নিখোঁজ হওয়া ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সঙ্গী তিনজনের পরিচয় জানা গেছে। আদনানের সঙ্গে ঢাকায় আসার পথে তারাও নিখোঁজ হয়েছিলেন। তাদের খোঁজে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র থেকে জানা গেছে, আদনানের ইসলামি আলোচনায় মুগ্ধ হয়ে আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ তার ভক্ত হয়ে ওঠেন। আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে থাকতেন তারা। এই তিনজনের সঙ্গে আদনানের গড়ে উঠেছিল সখ্যতা।

জানা গেছে, ৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের প্রকৃত নাম আফছানুল আদনান। তার মা আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের প্রথম স্ত্রী আবিদা নুরের ঘরে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

আদনান বড় হয়েছেন রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নানার বাড়িতে। বিয়ের পর থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে রংপুরের নিউ শালবন এলাকায় বসবাস করতেন তিনি। আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদরাসার পরিচালক ও শিক্ষক। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়।

আদনান পড়াশুনা করেছেন দর্শন বিষয়ে। এই বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে কোরআন শিক্ষার জন্য কিছুদিন স্থানীয় একটি মাদরাসায় তালিম নেন তিনি। এ সময় আহলে হাদিস নামের একটি সংগঠনের সঙ্গে জড়ান। ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদরাসার প্রতিষ্ঠাতাও তিনি।

আদনানের সঙ্গে নিখোঁজ হওয়াদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায়। বাকি দুইজনই রংপুরের বাসিন্দা। এর মধ্যে ২৮ বছর বয়সী মোহাম্মদ ফিরোজ আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাফিয়ান পাড়ার আনিছুর রহমানের ছেলে। ২৯ বছর বয়সী আব্দুল মুকিত রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার আনছারুল হকের ছেলে। তিনি স্থানীয় শিশু নিকেতন স্কুলে শিক্ষকতা করতেন। নিখোঁজ গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকার বাসিন্দা। তার স্ত্রী মোহতিন উসতেফা রাখা। তার তিন বছরের একটি মেয়ে ও ২০দিন বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

নিখোঁজ আমির উদ্দিনকে ফিরে পেতে রংপুরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা সুলতানা রাজিয়া। আদনানের মা আজেদা বেগমও কোতোয়ালি থানায় ডায়েরি করেছেন। এ ছাড়াও আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার পল্লবী থানায় আদনানের সন্ধান দাবি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘চারজন নিখোঁজের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সব ধরনের কারণ ও সন্দেহ মাথায় রেখে তদন্ত কাজও অব্যাহত রয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

গত ৮ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিন সঙ্গীসহ আদনান নিখোঁজ হন। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।  

ডব্লিউএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ