• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১০:০০ পিএম

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাগারগুলোতে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশে ৪৮ জন চিকিৎসকের নিয়োগের কথা বলা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষকে আগামী ৭ জানুয়ারির মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

গত বছরের ২১ সেপ্টেম্বর আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে ১১২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। ১৪১টি পদের মধ্যে ১১২টি পদে চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। 

আরও পড়ুন : সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

২০১৯ সালের নভেম্বর মাসে আদালতে দেয়া আরেক প্রতিবেদনে জানানো হয়েছিল, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র চিকিৎসক রয়েছেন ১০ জন। ওই প্রতিবেদন দেখে হাইকোর্ট কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।

এআরআই/এএল

আর্কাইভ